চলো বদলাই
নিজের পিতা মাতা, ভাই বোন,
স্ত্রী, ছেলেমেয়ে, বন্ধু বান্ধব
মনের সব গ্লানি ভুলে
ভালবাসতে শুরু করি।
চলো বদলাই
বাজারের দু'পয়সা নিয়ে
আর ঝগড়া না করি ।
দু'চার পয়সা বেশী খরচ
হলে দরিদ্র হয়ে না মন।
চলো বদলাই
রিক্সা-টেম্পো থেকে নেমে
খুচরো টাকার অপেক্ষা না করে বলি থাক
রাতদিন যে লোকটি পরিশ্রমি,
ক'টা টাকা বেশী পেলে তার মুখে হাসি ফুটবে।
চলো বদলাই
বয়স্ক লোকদের বলা গল্প গুলোর
মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে
তাদের কথা শুনে বিরক্ত না হই ।
চলো বদলাই
ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য
আগের মতন আর প্রাণপণ লড়াই শুরু না করি ,
লোকদের শোধরানোর দায় আমার নয়।
জীবনের শেষ দিন মনে করে বাঁচি
চলো জীবনকে উপভোগ করে ।
চলো বদলাই
কেউ অবজ্ঞা করলে আমি
আগের মত অপমানিত হই না,
বরং দূরে সরে যাই তাদের থেকে।
আমার কাছে আমি অমূল্য।
আমি বদলালে বদলাবে দৃষ্টি ,
বদলাবে পরিবারের স্বজন,
বদলাবে সমাজের বাকা চোখ,
বদলাবে লুপ্ত অনাচার, খুন, ধর্ষণ
বন্ধ হবে আহাজারি, নিজেকে বদলালেই।
পৃথিবীর সব সীমান্ত উঠবে রঙিন সূর্য
বন্ধ হবে কামানের বারুদ, নোংরা নিতী
দুষন মুক্ত সাদা মেঘ,খোলা আকাশ
সবুজ অরন্য বন্ধ হবে কাটা,বুক ভরে নেব শ্বাস।