শাশ্বত মন ছুঁয়ে মেঘলা আকাশ
মায়া জগতে,অনন্ত কালের তৃষ্ণা
ফিরে আসবে,আমায় বুঝবে
হৃদ আলিঙ্গন মন বরণে, পরশে ।
যুগে যুগে আসে চির সবুজ জন
চিরন্তন প্রেম বাঁচে হৃদয় মম,
জমে যত মেঘ,হৃদয়ে আকাশে মূর্ছনা
আবেগী মন তোমারও পরশে ,বেলা শেষে।
জীবনের সাথে মিলে,জড়িয়ে আচঁল-মন,
পরবাসে সমুদ্র সফেন,বালুকা বেলা
হারায়ে হারিয়ে পথ,খুঁজে ফিরে ,
হারিয়েছো মিথ্যে আবেগে ,গলিতে?
সৃষ্টি তুমি প্রকৃত প্রেম,মায়া জ্বাল
কোন মালায় জপিলে ঘুচিবে দুরুত্বে ।
আত্মার স্বাদ জন্মে এ ধরা,
তোমার প্রেমে মজিতে!!