নড়বড়ে জীবনের নিজস্ব আলাপনে
হাহাকার করছে সারাটা জীবন !
ভাঁজ হয়ে জীবন মনে করিয়ে
দায় মুক্ত সম্পর্ক কেউ কারো নয়।
অঘোরে খুশি অপেক্ষা পরিশেষে
ফেলছে জীবনটা ভালবাসার মানুষের
মাঝে এসে এসেছিলো জন্ম নেয়া ,
অজুহাত দেয়া বিচক্ষণ শিখরে বাস ।
চশমাটা ঝাপসা হয়ে আকাশে
জমা পড়ে আছে দীর্ঘশ্বাস,
স্মৃতির ফাঁক ফোঁকর খুঁজি নিজেকে
মেলে মনের বাজারে দর'কষাকষি !