আন্তরিক উষ্ণতা টুকু খুঁজে
অনুভব করে বাঞ্ছনীয় নিপুণতা,
নির্মম নতুনত্ব নাজুক
বিরিক্তিকর সর্ম্পকগুলো বৃদ্ধি পায়
নিত্যদিনের,গিরিগিটি রঙ ।
আটপৌরে পারস্পারিক শূন্যস্থান
অপ্রিয় অজুহাতে দুর্বিষহ জীবন,
নির্ভরতার জীবনধারণ,
বার বার পালটিয়ে গিরিগিটি রঙ
নিজের মাঝে অন্তত আলাপ ।
বিষ অন্তর,বদ্ধ জলাধার, দূরে ,
স্রোতময় সমুদ্র সম পরষ্কিারই
সত্ত্বার যাপিত উদ্দীপন, নতুন ভালোবাসায় ,
বাস্তবায়িত হয় প্রকৃতির প্রতশিোধ ।
নিঃস্ব হৃদয় আলোকিত করে বিশালতা ,
বিষন্ন সমুদ্র সত্ত্বাকে নতুন আঙ্গিকে চিন্তা
ভারসাম্য পূর্ণ সম্পর্কে
অব্যাহতি- ছুটি কষ্টরে জঞ্জাল
চেতনা থেকে মুক্ত
বদলে দেয়া যাপতি জীবন ।