পথ সেতো আগের মতই
ভাবনা গুলো ভিন্ন
পাশে থেকেও কাছে নেই
হয়তো অন্য কিছুর জন্য।

হয়তো একদিন পূর্ণ হবে কিছু আশা
তবু সীমাহীন রয়ে যাবে প্রত্যাশা,
কবে কে খুঁজে ছিলো হৃদয় বন্দনা
যা পেয়েছি যদি ভাবি মন্দ না।