অনেক জানালা খুলে দেখবে আকাশ
অনাকাঙ্ক্ষিত নাড়ানোর ধূসর অপরাধ
স্বীকার করা অযাচিত বাঁধা নিতান্তই
অনিয়মিত জীবন যাপন   I
পূর্ণ সূর্যোদয় পদার্পণ দেখা  
সময় দামী ছুড়ে ফেলে বিপরীত বার্তা
পূর্ণ আবেদন পরিসরে নিজের উৎকর্ষ সাধন
নিজের অমূল্য সম্পদ মন বেশি শাণিত  I

দুজনেরই  প্রয়োজন সহানুভূতিশীল
সকালে অনাকাঙ্ক্ষিত, ধূসর বিষন্ন বিকেল  
ক্ষেত্রে যেকোনো ভাবে উল্লেখ তাছাড়াও  
হৃদয়ের দরিদ্রতা যাওয়া আসা সম্পর্ক
আশ্রয়হীন ঠাঁই আছে এই পৃথিবীতে I

সচেতন ও অবচেতন অবস্থায়  উৎপন্ন হয়
অকৃতজ্ঞ থাকা, সৃষ্টি সম্ভব  সংকোচন ,
অস্থির ও অশান্ত মনে সারাক্ষন সব সময়  
মনটাকে এত ভুল কাজে ব্যবহার  I

পরিশ্রম সংকোচন ও প্রসারণ হয়
অবমূল্যায়ন ,কর্ম ক্ষমতা বন্ধ  হয়
চিন্তা- ভাবনা  অন্য কারো মুখাপেক্ষী,
জীবন সান্নিধ্যে  হয় অনুগ্রহ I

সুখ ও আনন্দের হাসি থেমে যায়নি I
ইচ্ছে রূপ , অশান্ত শৈশব মৃত্যু বরণ
এদিক সেদিকের ইচ্ছে রূপ লেনদেন ,
প্রতিনিয়ত পাশাপাশি সিদ্ধান্তহীনতায়
স্বার্থযুক্ত ভালোবাসা সম্পর্ক আমার I