প্রায়শ্চিত্ত করতে হবে নিশ্চিত জেনেও
বুড়ো আঙুল দেখিয়ে চলা জনস্রোত
অবিবেচক,আগামী করে অনিশ্চিত
মৃত্যুর উঁকি, উচ্ছ্বসিত নীরব পতনের,
জীবনেরই প্রয়োজন ,আপনজন বাঁচে
ক্ষণস্থায়ী ,পাশে থাকার অঙ্গীকার ,
ক্ষত গুলোর ,জীবনমান,মমতা
মুক্তো,যান্ত্রিকীকরণের অভিশাপ ।
স্বপ্নযাত্রায় শুভাকাঙ্ক্ষী, সর্বোচ্চ আত্মপ্রান,
দামচুকিয়ে ইচ্ছা হলেই, দায় সার পরিজন,
অনন্য দৃষ্টান্ত অনুসারির অগ্রজ
নিরাপদ ,আপনালয়,অবদান ।
যার চিন্তা যোগাতে জীবআহার,
করি তার আপন মনে বিশুদ্ধ বন্দনা,
দয়াময় সবার,করোনা এই সবে
প্রানেরমেলা ,সাজাই রঙ্গিন বর।