খুব ভয়ে প্রতি মুহূর্ত কাটাই
এই এলো কোরনা, কি পাপ? কি তাপ?
কবে পাবো সব মাপ, শোষণের ব্যাপকতা ।
ঠেলে ফেলে চিন্তার আগুন।
এক জীবন, করোনার রোষে করি যাপন
এক ছাদের নিচে, আক্রান্ত আপন পরিজন,
কে কাকে ছড়াল, কখন কে জড়ালো
আত্মার কাছেই হই অপরাধী।
কমবেশি ভাইরাসের সংস্পর্শে বেঁচে থাকা
বিবেচনা পরিবার অধিক ঝুঁকিতে শিশুরা
দুর্বল গোষ্ঠীর জন্য ঝুঁকি বাড়ায়,মহামাত্রা,
ভ্রমণ নিষেধাজ্ঞা,কর্মকাণ্ডের ব্যাঘাত জীবিকা ।
অর্থনৈতিক ,পারিবারিক , সামাজিক নিরাপত্তা
ক্ষতিগ্রস্ত এবং বেঁচে মৌলিক অধিকার সহায়তা
অভূতপূর্ব সঙ্কটে সাড়া দেওয়া বিশ্বব্যাপী মহামারীর
সনাক্ত করণ হ্রাসের দ্বারা সাজাতে চাই নতুন জীবন।
==≈=============
আমিও করোনায় আক্রান্ত,
দোয়া করবেন।