লোকডাউন এসে জ্বালিয়ে দিয়েছে জীবনের পটভূমি
বেচেঁ থাকার অর্থ ,নতুন হিসেব নিকেশ নতুন জনমভূমি,
তাদের মতো মোটা মাইনে পাই বলে ,ছুটে গেছে চাকুরীটা,
জীবন থেকে হারিয়ে গেছে মানিয়ে নেয়া বছর বিশটা।
সৎ বলে অহংকারী, সে তো ভিষন দোষ ,
তোষামোদে করিনি আপোষ, শেষ বেলাতে রোষ,
বেতনের টাকা সেতো মাস ফুরানোর আগে পাওনাদারের হাতে,
তবুও দোকানী ঠাট্টার হাসি হেসে বলে আসবেন দাদা,
দিন ফিরলেই যা পারেন নিভিয়ে সদা
এ কেমন ধর্য্য পরীক্ষা?সেটা ফুটে উঠে।
কোথায় আমার সেই দিনের সারথী?
উবার সেতো কবে ডেকেছি মনে করতে পারিনা
দিন বদলে স্মৃতির পাতায় জমে গেছে ধুলোয় ।
ছেলের আবদার গুলো ভূলোতে চাই মিথ্যে কথার ফুলঝুরি।
বার্গার কিংবা পিৎজা কবেই হয়ে গেছে শুখনো রুটির চাপটি।
স্কুল ফি সেতো অপারাগতা পরিক্ষার খাতা দেখা বন্ধ ,
ওয়েব ক্যাম স্কুল ড্রেস জুতো মুজো পরিপাটি আয়না।
কতো অজুহাত অনলাইনের কত বায়না,
পড়ার সময় গেম খেলে বড্ড অমনোযোগী,
উত্তর খুঁজে শাসিয়ে শাসিয়ে ,সর্ব পুরি হয়ে আছি রুগী।
লোকডাউন এসে বয়স টাকে নাড়িয়ে দিলো দাদা
মাথার চুল পাতলা হলো রং উঠে সব সাদা।
ভালো মন্দ জানতে চাইলে দোহাই একই আছে!!!!!
খুউব খারাপ দিন কাটাচ্ছি ,শ্রমিক কত চিরতরে ছাঁটি,
গাড়িটা বড্ড পুরাণ গত বছর কেনা,
নতুনটা দিতেই হলো আর তো যায়না মানা।
কার কি ছিলো,কিবা এখন আছে? কত তার যতন
সরকার কবে ছাড়বে অনুদান,কবে দিবো বেতন,
এখন আর নতুন নিয়োগ,কি যে বলেন মসাই
মহামারীর অন্তরালে বুড়াদের সব সরাই।
নতুন ইভেন্টে যত দম, তাতে কাজের সেকি গতি
সবই আমার,সন্ধি সন্ধ্যার ফন্দী,ট্যাক্স ,ভ্যাটের সহানুভূতি।
এখন সময় নতুন কীর্তন কি আর আমার আশা
যে চালায়, সে চালে গুটি নবান্নের পাশা।