নির্বাসিত ফাগুনের হাওয়ায় আজও রক্তের গন্ধ,
অক্ষরে অক্ষরে সাদা কালো ব্যথার ছন্দ।
৫২র একুশে ফেব্রুয়ারি নীমকালো সে দিন,
মায়ের মুখে ছিল না কোন হাসির রঙিন।
বর্ণমালা পেলো কৃষ্ণচূড়া লাল রঙে রঙিন,
শহীদের রক্তে জেগেছিলো বাংলাদেশ সাম্পান।
সালাম, রফিক, বরকত, জব্বার, নাম না জানা কত বীর
তোমাদের ত্যাগেই সবুজ-বাংলা আজ সবার।
অবলীলায় দুঃখের ঘোর ছাড়ে নী আজও পিছু,
মহাজনের অতৃপ্ত ছায়া,হৃদয়ের গহীনে বাজে আজও,
এর জন্য কি১৯৫২-তে হারিয়েছি কত শত প্রাণ,
পেয়েছি অস্তিত্বের গান ,ভাষার সম্মান?