সুখ পাখি পায়নি খুঁজে বাসা
অপলক ছড়িয়ে খেলে তার পাশা
আত্মা সুখ হয়নি আর ভুল তটে চলা
দুখের সাগরে খুঁজি মন পবনের ভেলা।
ভাঙা ঘরে ভাসছে স্বপ্নের জোয়ারে
কেউ অপেক্ষার দীর্ঘশ্বাস ফেলছে ঘরে,
কেউবা মুক্তি জন্য আজীবন করে হাহাকার
তবু খুশি নয় দায় মুক্ত ভালবাসার ।
সম্পর্ক টিকিয়ে রাখার লড়াই চলছে যুদ্ধ
তৃপ্তির সমারোহ হেঁটে পথ চষে বেড়াচ্ছে ।
বিলাসী রঙের স্বপ্নের ঘুড়ি
হিমেল হাওয়ায় মুক্তির জন্য দর'কষাকষি ।