ইচ্ছাগুলো অপেক্ষার দীর্ঘ প্রহর
অপূর্ণ এমনও যদি সমাহার,
অপর মেরুতে আছে ততই
তিক্ততার অনুগ্রহ মধুর সীমাবদ্ধ ।
দীর্ঘ সময় অতিক্রান্ত করেও
বৃথা প্রচেষ্টা , তোমার পায়নি সাড়া,
তারপরও ধৈর্য আকুতি নিরন্তর,
অনুনয় বিনয়ে অপেক্ষা বেলা শেষে।
অনুচিত,সম্ভবনা অপেক্ষা সীমিত
সুচিন্তিত নির্ধারণ তার পৃথিবী
নৈতিক হয় যে , খুঁজে নেওয়া
সম্ভবনা, নির্ভর কর্মের প্রকৃত ।