কি করে বুঝাই তোমায় কত ভালোবাসি
মন্দ কী প্রশান্তি জীবন দেয়া এক আকাশে
সমাজ যত চোঁখ রাঙায় আসুক যত বাঁধা
আমিও তো কৃষ্ণ নই,তুমিও নও রাঁধা ।
সমাজ ব্যবস্থা একই ছত্র ছায়ায় সত্তা আমি
নতুন সিদ্ধান্ত বিনীত অনুরোধ পরিপূর্ণ তৃপ্তীময়,
সম্পূর্ণ বাস্তবতা ভিন্ন অতি প্রিয় ব্যস্ততা কাছে
সেই প্রশান্তি মিশিয়ে স্বাদ টক মিষ্টি পূর্ণ হয়েছে ।
সময় চেষ্টা মাঝে মাঝে বিরক্ত জীবনের অংশে
নিজের স্বপ্ন আত্মসম্মান বোধদয় আশেপাশে,
বিশেষ উপকরণ তাল বাহানা পাওয়া যায়
মনকে শান্ত মুক্ত নির্বাচন বাঁচবে নির্দিধায়।
সততার পছন্দসই হাজার হাজার সফলতা
ভিন্ন স্বাদ মুশকিল হঠাৎ, পৃথিবী তীক্ষ্ণ দৃষ্টিতা
মনকাড়া সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধ!
সমন্বয় নতুন ভাবে নতুন উদোম উজ্জ্বল স্বাদ ।
বিদ্রুপ মুহূর্তে অন্তত হৃদয়ের গভীর ভালোবাসা
ফোঁটা ফোঁটা জল অহংকার ঝেঁকে প্রতি নিশ্বাস,
ক্লান্তি আমার পরিপাটি যত্ন নিয়ে সাজে অভিশাপ
রাজকুমারী উপাসনা উদযাপন দীর্ঘতম নিশ্বাস।
মুখোমুখি ভালোবাসতে আত্মবিশ্বাস অবশ্যই লাগে
মনোনিবেশ করে খুঁজে থাকে অন্যতম অন্য যোগে
জীবনে চলার পথে বাধা কোণঠাসা করে রাখা
শোককে করে শক্তি ধারণ, স্বকীয় মুক্তি ছুঁয়ে দেখা ।