দুজন দুদিকে মনের মনোমালিন্য নতুন দিনের
স্বাভাবিক সুখস্মৃতি,সময় অভাবে অযত্নের ভালো ,
সম্পর্কে বিস্ফারিত সময়ের সমুদ্রে নৈঃশব্দ্যে
ছোট ছোট অনুভূতির প্রবাহ দূরে সম্পর্কে আলো ।
মুহূর্তে দুজন দারুণ আত্মবিশ্বাসী সুদৃঢ় প্রাণবন্ত ।
এমনই একজন আমি ,অভ্যস্ত অভ্যাসগুলো ভাসিয়ে
এখনো রোমাঞ্চিত থাকলেও জায়গা তৈরি
দুর্দান্ত প্রতিশ্রুতি পুনর্বাসনের গোধূলি লগ্নে ফিরবে।
অনেক কিছু সম্মান মনোযোগী শর্ত
ধপাস করে আছড়ে মুগ্ধ সাফল্যে ,
দুরন্তপনা হুটহাট জীবনকাল ঘরবন্দী প্রবাহ
ব্যথার নাজুক অনুভূতি নিশ্চিত উপস্থাপন !
সহজে খোঁজে প্রকাশ সতীর্থের যাওয়ার ঢঙে
নতুন অতিথি!’ দীর্ঘ দিনের বন্ধু এড়িয়ে,
প্রসূন আয়োজন,সংসারটা সাজাতে চাই
আমার আপন।নির্দ্বিধায় ভালোবাসার ।
সম্পর্কের নিষেধ, বন্ধন ঘুমিয়ে আছে
ইট-পাথরের চার দেয়াল ,জড়িত মিথ্যে
দাফন করা স্বল্প যত্নে ভালোবাসা নিরন্তর।
সকল সুখের পথ আভিজাত্যে হারিয়ে ।