এই তো আছে বেশ
মহাজনের হাত বদলে,
মস্তিষ্কের নিবির অক্সিজেনের
সার্থ সিদ্ধ দিন বদলের পরিবেশ ।
কে স্বজন চটিয়ে উস্কায় নীল রং
সে যে পটু ,বন্ধুর হৃদ্যতা ,
ঘুণাক্ষরেও জীবনের গভীরতা
আঁকা বাঁকা ক্যানভাস ।
অনিয়মের খড়কুটো,ঠেলে,
ভিত্তিহীন মিথ্যের পশড়া সাজিয়ে
শরতের কদম ফুল সজ্জা
ডুবে সাঁতার তিমির রাত।
শ্যামা তুমি,বসুন্ধরায় আয়না
উঁচু নিচু ফুট ফুটে বাহানা
কি যায় আসে যন্ত্র মন্ত্র পথ ,
ফেলে আসা গল্প উজ্জ্বল রথ ।
কুসুমাস্তীর্ণ পথ দেখিয়ে, সৌজন্য বাঁকে এসে
কণ্টকাকীর্ণ পথে, তিক্ত শাসন দিন শেষে
জীবনের অদৃশ্য দেয়াল অবশেষে
আচ্ছন্ন করে স্বার্থ হীন ভালোবাসা ।