বিনিদ্র রাত ,অভ্যস্ত লাশের ছবি
বোমার আঘাতে ছিন্নভিন্ন দুনিয়া
আশ্চর্যের অনুভূতি মানুষ অঝোর ধারায়
মৃত্যুর খেলায় দৃষ্টান্ত স্থাপন প্রতীক মানবতা
জীবনকে ছাপিয়ে জীবনের ছাপ
বিশ্ব মানবতার নাজুক সত্তা মুহূর্তে
যুদ্ধ মুখরিত সবুজ নারকীয় শিকার
গণতন্ত্রহীনতায় ভ্রাতৃত্ববোধ জীবনের
বাঁধনে জড়ায় আত্মপরিচয় খুঁজে
কুৎসিত ঘুচে যায় বিভেদ স্বদেশ ভূমি
করে প্রতিবাদ, স্বৈর শাসকের বিরুদ্ধে
মনেপ্রাণে একজন আমিও মানুষ
রণতরির আয়োজন ধ্বংসযজ্ঞ
জলদস্যু ভূমিদস্যু অবরুদ্ধ মানবতা
কোমল হৃদয়ের নারী-শিশু নৃশংসতার ঘূর্ণাবর্তে
মৃত কাতর ন্যায়পরায়ণতা ভাষা