দূরত্ব বাঁধবে চোখের আড়াল
নিজের বিশ্বাস, পরিচিত মানুষ,
বিপক্ষেই দাঁড়িয়ে খুঁজছে অজুহাত,
যখন কাছের মানু্ষ, তোমার অভিমান
মূল্যবোধে ,দ্বিধা, ধোঁকা খেতেও বিণয়ী  ।

কিছু অন্যের ,লাজুক স্বান্নিধ্যের,
কাছের মানুষজন ,মনের গহীন
জীবনের চেয়েও বেশী,স্বাচ্ছন্দে
সময় আসবে, হয়তো শুধু সে
ঠিকই খুঁজছে , ভরসা -হতাশ কিছু ,
দায়িত্ব তোমার হাতে মানুষগুলো নেই ।

মান অভিমান, সৃষ্টির ঝড় তুফান
জীবনের গতানুগতিক উদ্দেশ্য,
তোমার হাতে নিলাম, সতত বিণয়ী  
শুধু আমার অসাধারণ ,হাজার সম্পর্ক  
উল্লেখ করে অজুহাত পথ ।

নির্গত হয়, উৎসাহিত জলজল উদ্দেশ্য ,
তৎপর থাকে গতানুগতিক আঘাত।
সময়োপযোগী সম্মত শপথ ,
পুনঃ প্রাপ্ত  কি ঘটে?’ দূরত্ব  ভরসা,
সুখও তাদের কাছে এক ধরনের পণ্য!
এক পথ বন্ধ হলে ,খুলে শত পথ ।

মানুষের জীবন আয়নার বিধান,
একাধিক বিলাসই রাজপ্রাসাদ ।
সময় তার প্রকৃতি ,প্রতিশোধ আকন্ঠ ডুবে,
হাজার টালবাহানা, ঝড় বৃষ্টির মাত্রায়
জীবন থেকে পালিয়ে সুখী হতে চায়।
তোমার মোহাচ্ছন্ন সাজানো প্রযোজনা
ভয়কে জয় করার প্রচেষ্টা বিদ্যমান ।