সময় বিনিয়োগ ধাতু যাহার জন্য
এখানেই লভ্যাংশ সরবরাহ প্রক্রিয়া
প্রয়োজন হচ্ছে  অবাক অপেক্ষা
কালো বিন্দু চিন্তা  জন্য উপহার ।

শরীরটা  চেয়ারে এলিয়ে
ই-কমার্স, হবে নানা ধান্দা
লোভ লালসার শেষ একদিন
রাস্তায় বসে সবই তো শেষ ।

শেয়ার মার্কেট সিগন্যাল যেতে
অর্জন করতে হবে  সাফল্য।
আলোকিত মানুষ জ্যামে বসে
উপরে নিচে দেয় বিভিন্ন জ্ঞান

সকাল বেলা  সুফি সাধক
সন্ধ্যায় ঘুষখোর বৈধ উপার্জন
সত্যিকারের খুঁজে বের করা
রূপধারী নিকৃষ্টতম  ভিক্ষুক ।

বাধ্য সকাল-বিকাল আগ্রহী
প্রেরণের অভিজ্ঞতা অবশ্য,
আলোচনা সাপেক্ষ কষ্টিপাথর
অজস্র বিশাল জীবনের অংশে।

চোখে দেখি সত্য হীন চোখে
প্রিমিও গাড়ী, দামী ফ্লাট,বিভিন্ন
প্রজেক্টের কাজে কমিশন দায়িত্ব
তুফানের বেগে প্রাপ্য বৈধ উপার্জন ।