একাকীত্ব সাগরে অনুশোচনার আগুনে গুলো
তুচ্ছতাচ্ছিল্য সঙ্গীর দৃষ্টিনন্দন বিশ্বাস প্রার্থনা ,
ভালোবাসা হতাশায় ডুবে অনুশোচনার আগুনে
প্রিয়তম ,কি জানি কি হয়! ভয়! মনে উৎকণ্ঠা!
অনুভূতির দ্বারপ্রান্তে সমৃদ্ধির আত্মপ্রকাশ
জীবনে যখন তখন ভালোবাসা তীব্র আকর্ষণ,
জীবন জুড়ে অপরিসীম অভিবাদন অপেক্ষায়
সুখ দুঃখের সাথী অবহেলা পড়ে নিরাশ প্রার্থনা।
নতুন করে বাঁচিয়ে সফল ভালোবাসা মেলা
ভালোবাসা শিখিয়ে যায় তুচ্ছ অবহেলা,
তারে দুহাত ভালোবাসা স্বপ্ন চোখে ছায়া
দৃষ্টি অনুভব আমার স্বপ্নটা আকাশ ছোয়া।
পুড়ছি সাড়া ,মুহূর্তে সুখ ,খুঁজে পাবে শান্তির বান
মুহূর্তে পাপ চুমুক,বিশাল অতৃপ্ত বাস্তবে জীবন ,
আমর সহজ,ক্রমশ ক্ষমার জটিল উপকরণ
আত্মা বিশুদ্ধ শক্তি ,দৃষ্টি ভঙ্গি অনুশোচনার আগুন ।