প্রশান্তি খুঁজে হৃদয়ে,বিশাল দ্বিধা মিথ্যে জগতে
আকাশ ছোয়া উপলব্ধি,অনন্তর স্বপ্নটা উজার করে
বন্ধুর পথ,বিপক্ষে দাঁড়িয়ে উপলব্ধি রুক্ষ প্রান্তর
নিরোশ সমহার হচ্ছে স্বস্তা জটিল  তামাশা ।


ক্রমশ ডুবে আপাদমস্তক পরিপূর্ণ স্মরণ,
তুমি তোমার দুনিয়ার, গোলমেলে সুদূর প্রসারি
একাকীত্ব কষ্টে অভ্যস্ত অনুভব  পিছিয়ে ফেলে
ক্রমাগত অনুশোচনায় আগুনে আলিঙ্গন ।


আত্মশক্তি বিনা ,বিশুদ্ধ জীবন শিখিনি ,
দায়বোধ উপকরণ খুঁজে অনুত্তর ঝাঁপিয়ে পড়ে
হিমশিম খেয়ে যাই  ভালোবাসে দিবস যামিনী,
নতুন উদ্যোগ বাস্তবে পূরণ তুচ্ছ  শিষ্টাচারের ।


ভালোবাসার উত্তাল সমুদ্রের অদৃশ্য ঢেউ
শ্রাবণ ধারায়,পরিশোধিত  মুক্তির উচ্ছাস জ্ঞান,
অগণিত ছায়া পাপ পৃথিবী যত আঘাত উপমেয়
তোমারই দিবো সাড়া  বিশুদ্ধ  করে জীবন ।


মনের বন্দর  ক্ষমার তরীর ,যদি ভিড়ায়ে নোংগর
ফিরে পেতে ,ডুব সাম্পান ,হৃদ যমুনায় তোমার
সাজায়ে তোমার প্রানোধারা,রাংগিয়ে জীবন
ধূসর সবুজ খুঁজে ফিরি,করিতে তোমায় আপন ।