পবিত্রতায় পূর্ণ করি
স্বপ্নের শুরুটা ;
কর্মে বিশুদ্ধ করি
জীবনের ঘড়িটা।

যাচাইয়ে পরিশুদ্ধ করি
নিজ অযাচিত ভাবনা ;
রাগ পুড়ি বিশুদ্ধ অনলে
গড়ি স্বর্গীয় মানবীয় আঙ্গিনা।

অসময় সময়ে ধৈর্যের হাল
ধরি মানবিক ব্যাকরণে ;
হৃদয় কথা লুকিয়ে গহীনে
ছুটি সময়ের প্রয়োজনে।

এইতো জীবন আর জীবনের সত্য
মিলেমিশে একাকার অনুপম ভাষ্য ;
কৃত্রিম - প্রাকৃতিক শৈল্পিক ভাঁজে -
স্বর্গীয় ভাবনায় রচি স্বর্গ রাজ্য।


এমএসবি নাজনীন লাকী
২০ ডিসেম্বর ২০১৪