ঊনষাট বছর পেরিয়ে গেলো হঠাৎ....
এখনো অনেক গল্প বলা হয়নি,
এখনো অনেক গান শোনা হয়নি,
রয়ে গেছে এখনো কাজ পাহাড় সমান-
এখনো হয়নি দেখা কত চন্দ্রাহত রাত…
আবারো ইচ্ছে করে করি জোছনা-স্নান!
স্বপ্নেরা বাঁশী বাজিয়েই চলে অনন্তকাল
- ডাকাতিয়া বাঁশী,
ক্রুদ্ধ সময় বিদ্ধ করে রূঢ় জাগতিক হাসি,
পেশীতে জোয়ার আনে, টানে অনির্বাণ-
এখনো মাঝে মধ্যে এই অবেলায়
আবারো ইচ্ছে করে করি জোছনা-স্নান!
সোনাঝরা মাঘী পূর্ণিমা শেষে বিষন্ন প্রত্যুষে
মৃয়মান শুকতারার কান্না কে দেখে বলো?
শুকতারার মত আমারও ইচ্ছে, চলো
যাই নক্ষত্রমেলায়, গাই যুগলকন্ঠী গান-
ভরা পূর্ণিমার সাজে সাজাই নতুন তিথি
আবারো ইচ্ছে করে করি জোছনা-স্নান!
যে শিশুর বাসযোগ্য করে যাবো এ পৃথিবী
তার দিকে তাকিয়ে নিজেকে শুধুই দাগী
আসামীর মতো মনে হয়! নিভৃতে বিবাগী
এ মন কাঁদে, কাঁদে প্রাণ-
আবারো ইচ্ছে করে করি জোছনা-স্নান!
--------------------------------
#এম সানাউল হক
১৮ জানুয়ারি ২০১৮, ঢাকা
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.myskytofly