রেগে যাচ্ছো ?
যাও তবে রেগে !
না-ই বা বললে কথা,
না-ই বা দেখলে এই
পোড়া চোখ
বাসি মুখ...

চলে যাবো চিরতরে
কোন এক ধুসর ভোরে ।

বাহ্ !
তবে আবার হাসি কেন ?
চোখের কোণে জল যেন !
এ কি তবে অভিমান ?
প্রেম কি বহুরূপী,
আছে মায়ারও টান !

তুমি রাধা আমি কৃষ্ণ,
অম্ল-মধুর শীতল-উষ্ণ!
আমি কৃষ্ণ তুমি রাধা,
তোমার হাতে আমি বাঁধা।
----------------------------------
# এম সানাউল হক
০১ ডিসেম্বর ২০১৩, ঢাকা