আঁধারের সীমানা পেরিয়ে
মনের জানালা খুলে দাও না,
স্বপ্নের ছবি তুমি
স্বপ্নেরই ফ্রেমে বেঁধে রেখো না!
বিষাদের জলে ডুবে
হৃদয়ের জলছবি এঁকো না,
কান্নার নোনাজলে
তুমি আর একা একা ভিজো না!
তুমি আর কেঁদো না।।
আমি কদমের গন্ধমাতাল
দখিনা হাওয়ায় ভেসে তোমাকে
নিয়ে যাবো দূরে ঐ স্বপ্ন-দেশে,
সূর্যের আলো হয়ে
তোমাকে জড়িয়ে দেবো
সোনাঝরা রোদমাখা আবেশে।
তুমি মেঘের কাজল এঁকে থেকো না -
কান্নার নোনাজলে
তুমি আর একা একা ভিজো না!
তুমি আর কেঁদো না।।
ভেবো না এভাবেই কেটে যাবে বেলা,
এভাবেই বেলা শেষে শেষ হবে খেলা।
ঘন বরিষণ শেষে যেমন সূর্য আসে
কৃষ্ণ চাঁদের বুকেই তেমনই জোছনা হাসে।
প্রজাপতি পাখা না কি রঙধনু সাত রঙে
কী করে রাঙাই ঐ মনের আঁচল,
কী করে দু’চোখে জ্বালি আশা ঝলমল
- বলো না?
কান্নার নোনাজলে
তুমি আর একা একা ভিজো না!
তুমি আর কেঁদো না।।
আঁধারের সীমানা পেরিয়ে
মনের জানালা খুলে দাও না,
স্বপ্নের ছবি তুমি
স্বপ্নেরই ফ্রেমে বেঁধে রেখো না!
বিষাদের জলে ডুবে
হৃদয়ের জলছবি এঁকো না,
কান্নার নোনাজলে
তুমি আর একা একা ভিজো না!
তুমি আর কেঁদো না।।
---------------------------------
# এম সানাউল হক
১৯ মার্চ ২০১৯, ঢাকা।
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.myskytofly