মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়,
লোকটা আছে মুখটা নাই,
কেমন তরো যুগটা ভাই,(২)
হরেক রকম মুখোশ দেখি মানুষ পাই কোথায়?
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়!! (২)

ছাত্র পড়ে পাশের তরে পড়া-লেখা ভার,
স্যারের মনে টিউশনি, জ্ঞানীর মুখোশ তাঁর!
রাতদুপুরে টকশো জুড়ে ‘আঁতেল’ মুখোশ পরে
বিশেষ ভাবে অজ্ঞ যাঁরা দেশ উদ্ধার করে!
ঘুষের টাকায় পকেট ভরে ঘরে ফিরে কর্তা
ছেলে-মেয়ে বউকে খাওয়ায় নীতিকথার ভর্তা!
ঘরে-বাইরে পাড়ার মোড়ে অফিসে রাস্তায়-
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়।।(২)

মিথ্যে কথার আশ্বাস দেয় মুখোশ পরা নেতা,
আমলার হাতে মামলা খতম খুলবে না লাল ফিতা!
পুলিশ ভাবে ফুলিশ সবাই আম-জনতা বোকা
ডাক্তার মারে রোগীর পকেট দিয়ে হাজার ধোঁকা!
আইনের মার-প্যাঁচে পরে বিচার পাওয়া দায়!
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়।।(২)

ফেসবুকে স্ট্যাটাস মারে ‘আই লাভ ইউ, জান’,
পরকীয়ার গোপন হিয়ার মুখোশ পরা গান!
প্রেমিক তুমি ভাবছো যাকে উজাড় দেহ মন,
বাইরে থেকে দেখছো তাকে ভিতরে কোন্ জন?
হরেক রকম মুখোশ দেখি মানুষ পাই কোথায়?
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়।।(২)

এরই মাঝে এলো কী যে আজব মহামারী
করোনা ভাইরাস নামের গজব মাথায় বাড়ি,
এদ্দিন বেশ মজায় ছিলে নকল মুখোশ পরে
এ মুখোশে রক্ষা নাই আর অক্কা পায় ডরে,
মুখোশ পরা মুখের উপর নাখোশ মনে তাই
মাস্ক নামের আরেক মুখোশ লাগাচ্ছে সবাই!

এখন তো তাই জীবনটা ভাই পাল্টে গেছে আরো
মুখের উপর মুখোশ, তার পরে মাস্ক পরো!
দিনটি বলো যুগটি বলো থমকে গেছে সবই
আসল নকল সব মানুষের বদলে গেছে ছবি!

মুখোশ পড়ে ভাই
দিন যে কেটে যায়,
মাস্ক পরে হায়
দিন কাটানো দায়!
লোকটা আছে মুখটা নাই,
কেমন তরো যুগটা ভাই,(২)
মুখোশ দেখি মাস্ক দেখি মানুষ পাই কোথায়?
মাস্ক পরে হায়
দিন কাটে না ভাই! (২)
-----------------------------
# এম সানাউল হক
১০ অগাস্ট ২০২০, গৃহকাব্য, ঢাকা
ওয়েবসাইট: www.facebook.com/Niloy.myskytofly