বন্ধু, তোর পিরিতের আশায়
ছাড়িলাম ঘর,
ছাড়িলাম ভবের নেশায়
আপন হইলো পর।
জনম ভরে খুঁজি তোরে
তুই যে ভরসা -
বন্ধু, খুঁজি পথের দিশা।।

কেমন করে মিটাই বন্ধু
এ পরানের ক্ষুধা
তুই যদি না দিস আমারে
তোর পিরিতের সুধা।
পথে পথে ঘুরে মরি
আশা নিরাশা -
বন্ধু, খুঁজি পথের দিশা।।

তুই যে আমার চোক্ষের মনি
দুই নয়নের আলো,
আন্ধার রাইতের বাত্তি রে তুই
বাসিয়াছি ভালো।
তোরে ছাড়া জনম বৃথা
জীবন অমানিশা -
বন্ধু, খুঁজি পথের দিশা।।

বন্ধু, খুঁজে মরি যে পথ আমি
দে সেই পথের দিশা,
জনম ভরে খুঁজি তোরে
তুই যে ভরসা -
দে রে পথের দিশা।
বন্ধু, খুঁজি পথের দিশা।।
----------------------------------
# এম সানাউল হক
১২ ডিসেম্বর ২০১৬, ঢাকা