বাহিরে তুমুল জলে
ভাসে আর ডুবে,
ভিতরে গহীন তলে
ডুবে অনুভবে।
যদি বা ডুবি জলে
তোমাকে পাবো বলে -
বলো তাতে ক্ষতি কি?
আশা নিরাশা বুকে
জ্বলে-নেভে জোনাকি!
যতই ডুবে যাই
ইচ্ছেরা ভেসে যায়
স্বপ্নেরা উড়ে উড়ে
ডাঙা খুঁজে ফেরে -
চোরাবালি সেই দ্বীপ
তুমি সেথা যাবে কি?
বলো তাতে ক্ষতি কি?
আশা নিরাশা বুকে
জ্বলে-নেভে জোনাকি!
বহিছে জলধারা
লয়-তাল-সুর হারা
এরই মাঝে যদি আমি
একেবারে ডুবে মরি
সব গান থেমে গেলে
এলো ঐ যতি কি?
বলো তাতে ক্ষতি কি?
আশা নিরাশা বুকে
জ্বলে-নেভে জোনাকি!
----------------------
# এম সানাউল হক
১৭ মার্চ ২০১৯, গৃহকাব্য, ঢাকা