যে ভাষায় আজন্ম মা ডাকি
স্বপ্ন দেখি  কবিতা লিখি
ভালোবাসি আর গান গাই -
সে ভাষা তুই কেড়ে নিবি?
আমার মুখে বেড়ি দিবি?
- তোর দুরাশার গুড়ে ছাই!

ভুল করেছিস, ভুল করেছিস,
করেছিস মহাভুল,
গুনে গুনে তোকে দিতে হবে আজ
এ ভুলের সব মাশুল।

বোকা বুলেটের ক্ষত
বাঙালীর বুকে উসকে দিয়েছে
শত বছরের যত
নিষ্পেষণের বিন্দু বিন্দু ক্ষরণ,
হাসি মুখে তাই করেছি বরণ
রক্তে রাঙানো পথও।

সেই বায়ান্নের ফাগুন থেকে
দ্রোহে ও দাবীতে ধিকে ধিকে
ভুলে দল মত ও ভয়,
ভাষার মিছিল থেকে হাত ধরে
মুক্ত স্বদেশে একাত্তরে
অবশেষে এলো বিজয়-
এলো বাঙালীর জয়!

তুই ভুলিস না ইতিহাস-
বাঙলার মাটি দূর্জয় ঘাঁটি
স্বদেশ প্রেমিক নিরেট খাঁটি,
রক্তে রাঙাবে সবুজ ঘাস-
বুক পেতে নেবে সকল আঘাত,
বিনিময়ে দেবে হেন প্রতিঘাত
- সাবাস বাঙালি সাবাস!

অতএব সাবধান-
যদি না চাস হারাতে প্রাণ,
ভুলিস না, ভুলিস না ইতিহাস
- সাবাস বাঙালি, সাবাস!
------------------------------
#এম_সানাউল_হক (নিলয়) 🇧🇩
২১ ফেব্রুয়ারী ২০১৯, ঢাকা
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.myskytofly