নির্ঘুম রাতে কালপুরুষের সাথে শেষ হলে জোছনার খেলা,
ভোরের শিশির যখন ছুঁয়ে যায় চন্দ্রাহত নিশিথের ঠোঁট,
কুয়াশার চাদর সরিয়ে আড়মোড়ে জাগে রতিসিক্ত সূর্য।
সকালের সোনা রোদের আলতো স্পর্শে কাঁপে পৃথিবীর চিবুক,
ওম ওম উষ্ণতায় তবু জড়িয়ে থাকে বিগত রমনের তাপ,
সুখ জাগানিয়া স্বপ্ন ভেঙ্গে যাবে ভেবে নিমিলিত রাখে চোখ,
নিজেই নিজেকে সুধায় -
এত সুখ, এত সুখ ভালোবেসে!

জানলার ফাঁক গলে অবারিত আকাশ
কী কোমল উষ্ণতায় এক রাশ রোদ
সহসা উদ্ভাসিত করে সমগ্র চরাচর,
মিস্টি রোদে দুষ্টু বাতাস
আয়েসে বিলি কাটে এলোমেলো সবুজ চুলে
রৌদ্রস্নাত পৃথিবী আনমনে তাকিয়ে দেখে
অমল ধবল বলাকা
অনন্ত দিগন্ত ছাড়িয়ে
উড়ে উড়ে যায় কোন্ দূর অজানায়।  
বাতাসে ভেসে আসা মুকুলিত ঘ্রানে
কী সুর বাজে আজ নিভৃতে প্রানে!
পাখিদের গানে গানে বাজে সেই সুর
এ কোন আনন্দে দোলে অনাবিল মন!

যেন হঠাৎ বৃষ্টি নামে
অঝোরে ঝরে আনন্দধারা সমস্ত অস্তিত্ব জুড়ে
প্লাবিত করে পাললিক দেহ আদিম জোয়ারে,
মৃত্তিকার সুগভীরে গ্রোথিত শিকড়
অবলীলায় উপড়ে ফেলে ঐশ্বরিক টানে,
বিস্মৃতির অতল থেকে জেগে উঠে সেই
সুপ্রাচীন প্রেম, অমোঘ আকর্ষণে কাছে টানে
সৃষ্টিকে স্রষ্টার অসীম আলিঙ্গনে,
নিমেষে বিলীন করে তুমি আমি সব -
মিলে মিশে একাকার আদি ও অন্তহীন একে!
-------------------------------
# এম সানাউল হক 💙
১৬ মার্চ ২০১৭, ঢাকা ।
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.myskytofly