এক এক্কে এক
দুই এক্কে এক,
এক এক্কে এক
দুই এক্কে এক,
দুই এক্কে এক,
দুই এক্কে এক।।

মন দেহ দুইই চাই
দুই ছাড়া পিরিতি নাই,
দোতারা না বাজিলে বন্ধু
ভাবের ময়না কথা কয় না।
মনে মনে মিলন হলে
একে একে দুই হয় না।।

দোতারায় যখন তোল সুর
সুরে সুরে ভাব হবে
যাবে বহুদূর,
বন্ধু যাবে বহুদূর।
এ দেহ যন্ত্র বন্ধু
মন্ত্র ছাড়া নাচে না,
হায় মন্ত্র ছাড়া নাচে না!
মনে মনে মিলন হলে
একে একে দুই হয় না।।

দুই মন দুই দেহ
ভবের প্রেমে শুধুই মোহ,
ভাবের পিরিতে বন্ধু
দেহ মনে ফারাক হয় না!
মনে মনে মিলন হলে
একে একে দুই হয় না।।

বলে কবি নিলয়
খুলো মনের আলয়,
মনে তালা দিয়ে বন্ধু
দেহের তালা খুলো না।
মনে মনে মিলন হলে
একে একে দুই হয় না।।

এক এক্কে এক
দুই এক্কে এক,
এক এক্কে এক
দুই এক্কে এক,
দুই এক্কে এক,
দুই এক্কে এক।।
------------------
# এম সানাউল হক
২০ অক্টোবর ২০১৮, ঢাকা
(বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৮তম তিরোধান দিবস স্মরণে)
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.myskytofly