পাহাড় যেমন ঝর্ণাধারা
লুকিয়ে রাখে বুকে,
নদীর মতো জড়িয়ে রাখিস
আমার আকাশটাকে!
তোর নদীতে আমার আকাশ
সুখের স্বপ্ন আঁকে।।
ইচ্ছে করে তোর নদীতে
ডুব দিয়ে হই জল,
অথৈ জলে না পাই খুঁজে
ইচ্ছে নদীর তল!
জলের চোখে নদীর হৃদয়
আকুল চেয়ে দেখে -
আমার আকাশটাকে।।
এই নদীতে আমার আকাশ
সুখের স্বপ্ন আঁকে।।
কষ্টগুলো মেঘের মত
আমার আকাশ ভরা,
কান্নাগুলো তোর নদীতে
ঝরায় অঝোর ধারা।
অশ্রু ভরা বর্ষা কাঁদে
হৃদয় নদীর বাঁকে -
আমার আকাশটাকে।।
এই নদীতে আমার আকাশ
সুখের স্বপ্ন আঁকে।।
স্বপ্নগুলো উদাস হাওয়ায়
যায় হারিয়ে দূরে,
নদীর বুকে তুলছে কি ঢেউ
- জানবো কেমন করে!
ইচ্ছে করে তুই চিরদিন
জড়িয়ে রাখিস বুকে -
তোর নদীরই বুকে -
আমার আকাশটাকে।।
তোর নদীতে আমার আকাশ
সুখের স্বপ্ন আঁকে।।
পাহাড় যেমন ঝর্ণাধারা
লুকিয়ে রাখে বুকে,
নদীর মতো জড়িয়ে রাখিস
আমার আকাশটাকে!
-----------------------------
# এম সানাউল হক
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ঢাকা
ওয়েবপেইজঃ www.facebook.com/niloy.myskytofly