মনে ছিল অনেক স্বপ্ন, অনেক বড় হব
সমাজের সবার কাছে তারার মতো রব।
ভেবেছিলাম হবো গায়ক
পরিশ্রমটা কষ্টদায়ক
কণ্ঠ করে ঘড়ঘড়ে
আশা আমার নড়বড়ে-
গান করা কঠিন কাজ হয় না আমায় দিয়ে
অন্য কিছু হতে হবে ভাববো বাসায় গিয়ে।
কতকিছু হবার আছে, আছে কত আশা
ছড়া লেখার সিদ্ধান্তটা হল বড় খাসা।
গড় গড়িয়ে লিখি ছড়া
ছড়াতো নয় পাতা ঝরা
নাহি গদ্য নাহি পদ্য
খেটে খুটে হলাম হদ্দ,
অবশেষে মিটে গেল ছড়া লেখার সাধ
গোলমেলে হয়ে গেলে এটাও দিলাম বাদ।
হোল না তো! নাইবা হলো আজ
করতে হবে আরো বড় কাজ।
লেখব আমি গল্প
সময় আছে অল্প
কি ঘটনা ঘটেছিল, কবে যেন কোথায়?
কোন কিছু নাই মনে হয়, চুলে ঢাকা মাথায়!
গল্প মারা সহজ হলেও গল্প লেখা কষ্ট
বসে বসে সময় ঘুম সবই হল নষ্ট।
চিন্তায় চিন্তায় সময় কাটে হয়না কিছু করা
কোন কিছু হবেই না, খাইলাম বুঝি ধরা!
হবে না ক্যান্ এইতো হবে, হবো আমি কবি
না হয় হলাম জোনাক পোকা নাই বা হলাম রবি।
কবিতা কেউ ছন্দে লেখে
কেউবা বাঁকা চোখে দেখে
তারা লেখে কবিতা গদ্য পদ্য ভাষায়,
আমিও লিখতে বসি, পারবো এই আশায়।
ধুর ছাই! কবিতাটা হয়ে গেল যা তা
কিছুইতো হল না ধরে গেল মাথা।
ছড়া হয় না গল্প হয় না, কোন কিছু হয়না
বড় কিছু হতেই হবে আরতো দেরি সয় না!
আজকে না হয় নাই হল, আগামতে হবেই
সমাজের সবার মুখে আমার নাম রবেই।