দেয়ালে দেয়াল ছাপিয়ে
ছড়িয়ে আছে কংক্রিটের কণা
বিধ্বস্ত অনুভূতি এখন আর
অলীক গল্প শোনায় না।
চৈত্রের রৌদ্দুরেই
ঝলসে পড়েছে বাসন্তী পাজর
সেখানে অনুভূতি দুমড়ে মরে
না পেয়ে ভাবনার অবসর।
চেয়ে ঐ মস্ত গাছটার পানে
খুঁজে পাই একটু উচ্ছ্বাস
ঠায় নিঃসঙ্গ দাড়িয়ে সেও
আমাকে দেয় একটু আচ্ছ্বাস।
কাছে টেনে নিতে চায়
পরম মমতায় সুধায়
আমি তলিনি তার ভালোবাসায়
নিজেকেই খুঁজে ফিরি মৌনতায়।
কোথাও কমতি রাখেনি সে
বরণ করে নিতে আমারে
তবুও জানেনা সে
সবই বৃথা, দূর করতে নিসঃঙ্গতারে।
আমি নিঃসঙ্গতায় ডুবি
মৌনতায়-শূণ্যতায় হারাই
কবিতা লিখতে গিয়েও
হারানো ভাষা খুঁজে বেড়াই।