সবকিছু যদি থমকে যেতো
যদি দক্ষিণা বাতাস দিক হারাতো
কিছু সময়ের জন্যও।
কোকিলের কুহুতান যদি থেমে যেতে
ফুলের পাপড়িগুলো যদি বিবর্ণ হতো
কিছু সময়ের জন্যও।
যান্ত্রিক নগরের যন্ত্রগুলো যদি থেমে থাকতো
গাড়ির চাকাগুলো যদি পা ফেলা বন্ধ রাখতো
কিছু সময়ের জন্যও।
শিল্পীর তুলির রঙ যদি ফুরিয়ে যেতো
যদি কবি তার শব্দভান্ডারের শূণ্যতা অনুভব করতো
কিছু সময়ের জন্যও।
তবুও কিছু সময়ের জন্যও যদি
ভালোবাসারা ছুয়ে যেতো, যদি
প্রেয়সীর ভালোবাসার সুখানুভূতি পাওয়া হতো।
কিছু সময়ের জন্যও
যদি স্বপ্নরা ধরা দিতো
যদি ভালোবাসা কথা বলতো
প্রেম, প্রেম, উপচে পড়া প্রেমের এ নগরে
হাবুডুবু খেতাম, হারিয়ে যেতাম
প্রেমের ডোরে বেঁধে রাখতে পারতাম।