জমে আছে খাতা কলম
ধুলো জমে আছে ডায়েরির পাতায়।
অনেকদিন খোলা হয়নি ডায়েরির ভাজ
কিছুই লিখা হয়নি ঐ খাতায়।
অভিমানেই কেটেছে উত্তরীয় সাজ
তব নব-সাজ আজ প্রকৃতির মাঝ।
মৌমাছির গুঞ্জনে, ফুলের মৌ মৌ সুবাসে
খ্যাপাটে দখিনা উন্মাদ বাতাসে
মন আজ আটকে রাখা দায়
আগুন লেগেছে পলাশ-শিমুল, কৃষ্ণচূড়ায়।
কোকিল গেয়ে চলেছে আগমনী গান
নব প্রকৃতির সাজে ব্যাকুল মন-প্রাণ
তব কিসের এ অভিমান!
লিখে লই আজ ছড়া কবিতা গান
করিতে বসন্তরে সম্মান।