স্বপ্নময়ী তুমি
তারাভরা স্বপ্ন নিশীথে
দেখেছি তোমায় আমি।

মোহিত রুপে এ আমার ভালোলাগা
মুগ্ধতায় অনুভূতির জগৎ
গভীর নাড়া লাগা।

হৃদয় রাজপথে গভীর আন্দোলন
তোমার পানে ক্ষতবিক্ষত
কোমল এ মন।

মানসপটে শুধু তোমারি ছায়া
বুকের ভেতর তোমার জন্য
আজ শুধুই মায়া।

ভেবেছি স্বপ্নলোকে যাবো হারিয়ে
তুমি চলে গেলে আজ
দৃষ্টির অগোচরে হারিয়ে।

আজি পাগল হই তোমারি টানে
চেয়ে আছি রোদন নয়নে
তারাভরা নীলিমার পানে।

স্বপ্নের পসরা সাজাই, নীরবে
অপেক্ষা শুধুই, স্বপ্নময়ী
তুমি আসবে কবে?