কবিতার প্রয়োজনে কবি হই আমি
প্রেমের প্রয়োজনে প্রেমী।
লেখার প্রয়োজনে হয়ে যাই লেখক
পড়ার প্রয়োজনে পাঠক।
কথার প্রয়োজনে হতে পারি মুগ্ধ শ্রোতা
শুনতে এ মনের সব আকুলতা।
কমছে না তবুও ব্যাকুলতা
ঘুচাতে চাই সব তিক্ততা।
ভাঙ্গাতে চাই সব অভিমান
করণীয় খোঁজে আছি সন্দিহান।
তবু চায় না মন শূণ্যতায় হারাতে
আজ শুধু চায় যে শুনতে।
ভেসে যাচ্ছি ভাবনার স্রোতে
আৎকে উঠছি হতাশাতে।
শুনতে চাইনা ভাঙ্গা-গড়ার গল্প আর
দেখতে চাইনা দু'চোখে অন্ধকার।
তবুও পেরেছি কি ঐ মান ভাঙ্গাতে!
ডুবে যাচ্ছি যে আধারেতে।
থমথমে বাতাস
বিষাদে ভরা নীলাকাশ
হৃদয় ছুয়ে যাক বেদনায়
আমি যে আৎকে উঠছি হতাশায়।