গ্রামে কিংবা নগরে
ইট পাথরের প্রকোষ্ঠে
কিংবা সবুজের সমারোহে
মৌনতার হাত ধরে।
কিংবা বড্ড কোলাহলে মত্ত হয়ে
একদিন এভাবেই হারিয়ে যাবো
যেভাবে ভালোবাসারা হারায়ে যায়
অযত্ন-অবহেলা কিংবা অনাদরে
স্বপ্নেরা ডুবে যায় কালের গহ্বরে
হৃদ-অশ্রু ঝরে যায় শূণ্যতার উষ্ণতায়
সেদিন হয়তো নিজেকেই খুঁজে ফিরবো
লওয়া হবেনা এ দেনা-পাওনা মিটিয়ে।
তবুও এ মিথ্যা প্রণয়ের গল্প শুনবো বলে
ভালোবাসি তোমাকে।
তবুও এ প্রণয়ের গল্প শুনবো বলে
আমি আঁকি তোমাকে
তবুও এ প্রণয়ে কাতর হবো বলে
আমি স্বপ্ন দেখি তোমাকে।