তোমার আমার দেখা হবে হয়তো
জীবনের সুদূর পারে এসে
কথা হয় তোমার সাথে
প্রতিনিয়তই আকস্মিকভাবে
দেখা দিয়ে যাও তুমি
প্রতিদিন নিয়ম করে হৃদয় কোণে এসে
হাত বুলাও আগের মতো
আমার মাথার পাতলা কেশে
শ্রবণের দৃষ্টিতে আসো না তুমি
আসো না রাখতে মাথা বুকে
কোয়াশার চাদরে আসো তুমি
প্রিয়ার বেশেই মনের দেশে
শব্দহীন বজ্রপাতের প্রতিধ্বনি তুলে
হারিয়ে যাও আবার হিমেল হাওয়াই দূলে
শোনিতের চুল্লি জ্বলে তোমার থাকা বুকে
চোখে তোমার আদরের ফুলকি জ্বলে
আমার ঠোট কোণে সিগারেটের ধোঁয়া
তবুও বার বার তোমায় আঁকে
তুমি হারিয়ে যাও ফের সব তুচ্ছ করে
কোয়াশায় ঘন হিমেল হাওয়ার বাঁকে
আমিও গুলিয়ে ফেলি তোমায় বারবার
কোয়াশার ঘন ধোয়ার সাথে
আমার ঠোটের কোণের সিগারেটের ধোয়া
একাকার হয়ে বারবার উড়িয়ে নেয় তোমায়
হারিয়ে ফেলি ধমকা এক হিমেল হাওয়ায়
তবুও আমি মেনে নিয়ে বেঁচে থাকি
নিজেকে সিগারেটের নিকোটিন খাইয়ে রাখি
দীর্ঘশ্বাসে নিজের শান্তনা খুজি
নিয়ে তোমার সকল স্মৃতির পুজি
এ এক প্রেমিক জীবনের অনটন
তাই নিকোটিনে করেছি যৌবন সমর্পণ
তাইতো বুকে হাজারো ব্যথা হাজারো স্মৃতি
উপরে উঠে বেদনার দহন
তোমাকে উতাল পাতাল হিমেল হাওয়া
প্রতিনিয়ত নিয়ে চলে করে বহন
আর আমার বুকে হাজারো স্মৃতির দহন
তাই নিকোটিনেই করেছি যৌবণ সমর্পণ।।।।।