গভীর কালো রাত, এলাম আমি
তোমার জানালার পাশে
উঁকি মেরে দেখতে তোমায়
করছোটা কি তুমি।
সুন্দর পৃথীবি সুন্দর তুমি
কালোর মাঝে যেন এক চাঁদ
তার মাঝে এক বিশেষ উপমা
গালের কালো তিল।
এপাশে আমি আর ওপাশে তুমি
ভীষণ মন চাইছে
কাছে টানতে তোমায়
পারছি না তবুও
বাঁধার কারণ এই জানালা।
কালোর গভীরতা বাড়ছে
বাড়ছে রাতের নীরবতা
ক্ষণিক পরেই ভোর হবে
পাখি দেবে সাড়া
প্রিয়তমেষু ভালবাসি তোমায়
এই বলে হাত ছাড়িয়ে
জানলা দিলে লাগিয়ে।
আজ আমার নিদ্রাহীন
প্রতিটা রাত
শুধু স্তৃতি উতরায় তোমার।

(স্তৃতির পাতার ডাইরির কবিতা)