পাইবো না আর কোনদিনও তারে
পাইবো না আষাঢ়ের রাতে
পাইবো না আর কখনো তারে
জানালার পাশে বসে চাঁদ দেখিতে
পাইবো না তারে জোছনার রাতে
পাইবো না তারে আর
আমারে ডাকিতে শেষ প্রভাতে
পাইবো না তারে আর
আমার পাশে জিবনের কোন রাতে
চলবে সে সাপচরা অন্ধরাতে
তবুও হবেনা হাত ধরা
আর কোনদিনও এইহাতে
ধূসর সন্ধায়ও আসিবে না
আর কোনদিনও আমারে ডাকিতে
মিথ্যে অজুহাতে তারাতারি
আমারে ঘরে ফেরাতে
প্রতিটা রাত কাটে দীর্ঘনিঃশ্বাসে
নিদ্রা বিহীন প্রতিটা রাত কাটে
হৃদয়ের গভীরের বিশ্বাস
সবটুকু ভেঙে দিয়ে চলে গেল যে
তারি জন্যই তনুতে জল ঝড়ে প্রতিটারাতে
অন্তর জানে, হৃদয় জানে, মনও জানে
আসিবে না ফিরে সে
কোনদিনও পাইবো না
কখনও, কোনদিনও, কোন এক প্রভাতে।।।।