জানি না তোমায় ভালবাসি কি না
আজ জানার ও ইচ্ছে হয় না
ভাববার ও সময় আর পায় না
অবসরই এখন আর আসে না
আমি তোমাকে ভালবাসি কি না
এই কথাটিও আজ জানা হয় না
আজকে হৃদয় পথিক আর হাটে না
প্রেমের হাটে কতদিন সে যায় না
পুরানো চিঠির ফাইলটাও খুলা হয় না
তাইতো কথাটিও আজ জানা হয় না
আমি তোমাকে ভালবাসি কি না
হৃদয় উতরে তোমার স্মৃতি নাড়া হয় না
তুমি কেমন আছো তাও জানা হয় না
মরীচিকায় ডাকা পরা স্মৃতিও টানা হয় না
কোথায় আছো, কেমন আছো, তাই হয়তো জানা হয় না
জানার কেন জানি ইচ্ছাও হয় না
আমি তোমাকে ভালবাসি কি না
কখন হেমন্ত, কখন বসন্ত এও জানা হয় না
কাউরে কোনদিন ভালবাসতাম কি না
তাও আজ মন, মনে করে না
আমার মনের ঠিকানা আজ আমারই অজানা
কি করে পাবে তবে তোমার হৃদয় ঠিকানা
আমার হৃদয়, মন আজ কোনটাই অস্থির হয় না
এই কথাটি আজ তাই হয়তো জানা হয় না
আমি তোমাকে ভালবাসি কি না
হেমন্ত ঘাসে নীল ফুল ফুটে কি না
আজ আমি বলতেই পারি না
বসন্তে কোকিল ডাকে কি, ডাকে না
আজ কোনভাবেই আমি বলতে পারি না
কারণ বসন্ত কখন আসে, যায় জানি না
আকাশে মেঘ ডাকে শুনতেই পাই না
প্রচুর বৃষ্টি ঝড়ে বলতেই পারি না
জানলা খুলে বৃষ্টির সাধ নিতেই পারি না
জানলা খুলে কতদিন চাঁদ দেখা হয় না
আমার আমিটাই সেই কথা জানে না
তাই এই কথাটিও আজ হয়তো জানা হয় না
আমি তোমাকে ভালবাসি কি না
আরো অনেক কিছুই আজ হয় না
কথা হয় না, দেখা হয় না
ঝগড়া হয় না, প্রেম হয় না
অভিমান হয় না, অপেক্ষা হয় না
ফোনের চার্জ কতদিন হয়, শেষ হয় না
এমন কয়েকশত হাজার কোটি অনেক কিছু হয় না
তাই এই কথাটিও আজ হয়তো জানা হয় না
আমি তোমাকে ভালবাসি কি না।