আমরা পরি,
কিন্তু পড়া আমাদের হয় না।
যখন পড়তে বসি,
আসে নানান কাজের বায়না।
যখন কাজ কে ভুলে পড়তে বসি,
চিন্তা আসে রাশি রাশি।
যদি চিন্তা ভুলে একটু হাসি,
মাস্টারের কাছে মস্ত ফাঁসি।
যদি মিথ্যে করে বলি বুঝিনি,
তিনি বলেন এটা আমি তো রোজ ই শুনি।।
কিন্তু সেই মাস্টার এখনো বোঝেনি,
আমরা পড়েছি কিন্তু পড়া আমাদের হয়নি।।