কি এক পাগল ছিলাম,
কি এক নেশাতুর ছিলাম।
তোমাতে মগ্ন ছিলাম,
ভেঙ্গে চুড়ে ডুবে ছিলাম।।

সবটাই ভুল ছিলো,
হৃদয়টা তাই ভেঙ্গে গেলো।
বিশ্বাসের জন্মতো বারবার হয়না,
সেই একটি বিশ্বাসই প্রাণের ক্ষত হয়েছিলো।।

আমি আজ অবিশ্বাসী চরমভাবে,
পুড়ে পুড়ে ছাই ভুলের অনুতাপে।।

২৩-০৩-২০১৭