কখনোবা কুয়াশায় ঘেরা শিশির ধোয়া ভোর,
কখনো শীতের সকালে মিষ্টি রোদের হাসি।
আবার তুমি যেন ওই মেঘের আড়ালে ঘোমটা পরা চাঁদ,
একাকী আঁধার রাতে উড়ে যাওয়া তুমি জোনাকি আমার।।
তুমি ফুল লাল গোলাপ কখনোবা চামেনি অথবা জবা,
তুমি ওই নীল আকাশের বুকে খঁচিত তারা এক টুকরো আলো।
তুমি প্রেম; হৃদয়ের শিহরণ; তুমি আমার অজানা স্নায়ুতন্ত্রের সত্য অস্তিত্ব,
তুমি প্রেয়সি; তুমি উদাসী; বিকেলের ক্লান্ত আলো; ঘুম ভাঙ্গানো পাখি তুমি কখনোবা।।
তুমি শুভ্র শুচি; গহীনে তুমি; মনো মন্দিরে তুমি চির দীপ্ত শিখা,
তুমি আমার প্রেরণা; হর্ষ তুমি; বারেবারে কাছে ডাকা বিহগ তুমি।
তুমি পলকে পুলকিত করা সবীজ সতেজ; তুমি স্পর্শ আত্মার শান্তি সুখ,
তুমি আমার; শুধু আমার; অজানা তুমি অচেনা কোন জন; তুমি রয়েছগো আড়ালে নিশি দিন হিয়ার কোঠরে।।
২১-১১-২০১৬