আমি চাইছিনা কেউ আমাকে অনেক বেশিই ভালোবাসুক,
আমি শুধু চাই কেউ একজন আমাকে ভালোভাবে বুঝুক।
আমি বলছিনা আমার মতই কেউ আমাকে অনুভব করুক,
আমি শুধু চাই কেউ একজন আমাকে তার মনের মত ভাবুক।।
সকালের রোদ উঠলে আমি এমনিতেই জেগে উঠি প্রতিদিন,
শুধু চাই কেউ একজন আমার সকালের চায়ে চুমুক দিয়ে দেখুক কেমন হলো।
আমি কখনোই কল্পনা করিনা কারো স্বপ্ন পুরুষের জায়গা কেড়ে নেবো,
বরং আমি চাই কারো স্বপ্নের স্বপ্ন পুরুষ থেকে বাস্তবে তার গল্প হতে।।
যখন বৃষ্টির রাজত্ব থাকবে পুরো শহর জুড়ে তখন আমি একাই ভিজতে জানি,
আমার ইচ্ছে শুধু বৃষ্টিতে ভিজে অসুখ করবে বলে কেউ একজন ছাতাটা হাতে তুলে দিক।
সূর্যের ত্যাজ যখন ম্রিয়মাণ আর বিকেলের ক্লান্তি আমাকে ঘিরে ধরে,
আমি তখন যদিও একাই হাঁটতে পারি তবুও চাই কারো ছোঁয়ায় ক্লান্তিহীন হাঁটতে।।
কনকনে শীতে কাঁপতে কাঁপতে অবশেষে যদিও আমার ঘুম এসে যায়,
তবুও চাই একটু বেহায়াপনা হোক কেউ একজন আমাকে ওম দিতে জড়িয়ে ধরুক।
আমার অবসাদ মনে কোন রং নেই তাছাড়া নেই কোন প্রেমের ইচ্ছে,
শুধু চাই কেউ একজন তার মত করে আমাকে কাছে ডাকুক তার মত করে ভালোবাসুক।।
০৫-০১-২০১৭
[শ্রদ্ধেয় নির্মলেন্দু গুনের 'তোমার চোখ এত লাল কেন' কবিতা পড়ার পর অনুরূপ লেখার নিজের প্রয়াস মাত্র]