অনেক অনেক দিন আগে,
তখন নদীগর্ভ জেগে উঠেছিল।
আকাশে একটি তারা ছিল খুব করুণ,
চাঁদ চেঁপে ধরেছিলো আঁধারের মুঠি।।

সেই সময় হিম শীতল হাওয়া
উড়ে উড়ে যাচ্ছিলো পাতাগুলো দুলিয়ে।
ঠিক তখন দূরে কোথাও,
থেকে থেকে ডেকে উঠছিলো একটি লক্ষী পেঁচা।।

আর সেই এক হারিয়ে যাওয়া সময়ের কথা,
মনে আছে শুধু তার চোখ দু'টোর জন্য।
আজও তা আমার মনের দেয়ালে অংকিত,
যেন আল্পনা আঁকা প্রস্ফুটমান দু'টো চোখ।।

আমি তাকিয়ে থাকি আজও সেই দিনটার মত,
অপলক দেখি আমি কি বলে কবিতা অথবা গান।
আমার যখন খুব একা লাগে আঁধারের সময়ে,
আমি ওই চোখ দু'টোর সাথে জেগে গল্প করি।।

সে আজ নেই দূরে চলে গেছে তার অবয়ব,
অধরা সে তবে ধরা দিয়েছে তার চোখ দু'টো।
যেখানে হৃদয়ের ব্যথায় ভারাক্রান্ত কথাগুলো
হয়ত শেষ হয়ে যায় তবে কথা বলে চোখ দু'টো।।

যখন জীবনের খেলা শেষে ছায়া নামবে,
সমাপনী ক্ষণে কেউ হয়তবা কাঁদবে আমাকে জড়িয়ে।
জাগাতে চাইবে যখন বৃথাই মৃত্যুর পর পুনরায়,
তখনও আমি দেখবো সেই দিনের মত তার চোখ দু'টো।।

২২-১১-২০১৬