মানির আজ মান নিয়ে ক্যান...?
জাতির আজ ডুবালি ধ্যান।
ওই হাতের হাত কড়া ছাড়,
হিংসা দ্বেষ ডাকিস না আর।।
করে দে মুক্ত পাখি; খুলে দে বদ্ধ দুয়ার,
বিদ্রোহ যুদ্ধ মাঠে ধ্বংস সব করবো আবার।
জাতির এই মহান সেনা,
ধরলি কেন কোন বাহানা?।।
ছেড়ে দে বলছি এবার,
দিয়ে দে সব অধিকার।
সুবর্ণ নব নজরুল,
নবীন প্রাণের শক্তি মূল।।
বন্দীশালার প্রতি তালায়,
হাতুরী শাবল ফালায়।
কর রে বিদ্রোহ আজ,
ফিরিয়ে আন জাতির তাজ।।
কণ্ঠ তোদের ধরবো চেপে,
কালা পাহাড় চেঙ্গিস রূপে।
মোরা সবে নজরুল; সবে বীর,
নোয়াবো না কখনো শির।।
১০-০৫-২০১৭
বিঃদ্রঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি সুবর্ণ কাজীকে পুলিশ গ্রেফতার করেছে তার ভিসার মেয়াদ না থাকায়।
এমন লোকের জন্য ভিসার মেয়াদ কি...?
পূর্ণ নাগরিকত্ব চাই...
(লেখাটি সুবর্ণ কাজী স্যারকে উৎসর্গ করলাম,
অবিলম্বে তার মুক্তি ও স্থায়ী নাগরিকত্ব চাই।
প্রয়োজনে আমার নাগরিকত্ব হারাতে রাজী।।
মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পর্যন্ত এই আবদার হয়তো যাবেনা,
তবুও তাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি কাজী নজরুল ইসলামের নাতিকে মুক্ত করে দিন।।)