ওহে মুমিন-মুসলমান করো আজি কোরবান,
আপন স্বত্বা আর অশরীরি তব প্রান।
আসন্ন মোদের আত্ম শুদ্ধির রমযান,
নিয়ে নাও সেরা প্রস্তুতি এযে জিহাদের ময়দান।।

দেখ দেখ ওই আকাশের মালিক কি বলে খুলে কুরআন,
মোহাম্মদ নবীর পথ কোন দিকে গেছে
করো সন্ধান।
সব কাজ দাও ছেড়ে অভিশপ্ত শয়তান দাজ্জালের,
এসো এসো হও সঙ্গী সফলকামী মুক্তি দলের।।

জীবন সুখের মিছে ছায়ার পিছে দৌড়ায়েছিস এবার ওরে থাম,
ওই কাবার পানে এক ইশ্বর খোদার ধ্যানে লিখাও আপন নাম।
গরীব দুখিরে আপন ভাইয়ের সম্মানে করো মহিয়ান,
দাওগো সাড়া ও পথহারা এযে সত্যের গান।।

০২-০৬-২০১৬