আমাদের কুহু ডাকা সন্ধ্যায় কত পথের ধুলো মুছে গেছে অগোচরে,
সারাদিন রৌদ্রের চোখে উড়েছে যারা বিষণ্ণ বেদনার মতন।
আমাদের রাত্রির স্তব্ধতা বিশুদ্ধ বাতাসের গভীরে এনেছে কত স্বপ্ন ফলক,
সময়ের সওয়ারী হয়ে চলে গেছে তারা কত সুদূর পরাহত অতীত ধরে।
ইতিহাসে লেখা নেই সেইসব ব্যাকুল বাসনার কথা; সেইসব সযত্নে লুকানো কান্না,
অথচ তারাই আবার ফিরে আসে কোথা হতে যেন বিফল স্বপ্ন হয়ে।
আদিম সভ্যতার মতো তুমি পরিণত হও এখানে এইসব দিনে তবু,
তারপর প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে আমাদেরই সেইসব কথা হয় উদ্ঘাটন আজও।
.
০৮/০৯/২০২৪